
সেবা ডেস্ক: যশোর-৫ ও বগুড়া-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ ২৩ জুলাই বৃহস্পতিবার শপথ নেবেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিকেল সাড়ে তিনটায় তাদের শপথবাক্য পাঠ করাবেন।
বগুড়া-১ আসন থেকে বিজয়ী সাহাদারা মান্নান তার স্বামী আব্দুল মান্নানের মৃত্যুতে শূন্য হওয়া আসনে বিজয়ী হয়েছেন।
অপরদিকে, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া যশোর-৬ আসনে সংসদ সদস্য হিসেবে মো. শাহীন চাকলাদার বিজয়ী হয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।