ইসলামপুরে অধ্যক্ষের দায়িত্ব পালনের আদেশ প্রত্যাহার

S M Ashraful Azom
0
ইসলামপুরে অধ্যক্ষের দায়িত্ব পালনের আদেশ প্রত্যাহার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে অধ্যক্ষ আব্দুছ ছালামের অধ্যক্ষ পদের দায়িত্ব পালনের আদেশের পত্রটি প্রত্যাহার করেছে শিক্ষাবোর্ড। গভর্নিং বডির আবেদনের প্রেক্ষিতে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত ৫জুলাই ইসলামপুর জে.জে.কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে আব্দুছ ছালামের দায়িত্ব পালনের আদেশের পত্রটি প্রত্যাহার করেন।

ইসলামপুর জে.জে.কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র এডহক কমিটি’র সভাপতি ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষাবোর্ডে আবেদন দিয়েছেন। আবেদনে জানাগেছে, অধ্যক্ষ আব্দুছ ছালাম গত ২জানুয়ারী ২০২০ইং তারিখে আন্ত:নগর তিস্তা ট্রেনের একটি কেবিনে (সাবেকছাত্রী) সহ রেলওয়ে নিরাপত্তা পুলিশের হাতে আটক হন। রেলওয়ে পুলিশ তাকে দেওয়ানগঞ্জ রেলওয়ে থানায় চালান করেন। যার জিডি নং-৬৬, তাং ০২/০২.২০২০ খ্রি: এ ঘটনায় তাৎক্ষনিকভাবে বিভিন্ন পত্র-পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে উক্ত আসামাজিক কার্যকলাপের বিষয়ে বহুলভাবে খবর প্রকাশিত হয়। এছাড়াও অধ্যক্ষের দায়িত্ব থাকাকালীন প্রতিষ্ঠানে অর্থ-সম্পদ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পরবর্তীতে বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজনসহ উপজেলা সর্বস্তরের জনগণ,শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও উক্ত প্রতিষ্ঠানের ছাত্রীবৃন্দ আব্দুছ ছালাম চৌধুরীকে অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন,সাংবাদিক সম্মেলন,বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করে উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানটি গভর্নিং বডি’র এডহক কমিটি’র বরাবর স্বারক লিপি দেওয়া হয়েছে।

আব্দুছ ছালাম চৌধুরীকে উক্ত পদে দায়িত্ব প্রদান করা হলে আইন শৃংখলা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশা পাশি ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্টসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। অধ্যক্ষ পদে আব্দুছ ছালামের দায়িত্ব প্রদান করার সুষ্টু পরিবেশ না থাকায় উক্ত পদে দায়িত্ব প্রদান না করা সম্ভব নয় বিধায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যানকে তাকে অধ্যক্ষ পদ হতে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top