প্রধানমন্ত্রী’র নেতৃত্বে সুখী ও সমৃদ্ধশীল দেশ গড়তে হবে: শরিফ

S M Ashraful Azom
0
প্রধানমন্ত্রী’র নেতৃত্বে সুখী ও সমৃদ্ধশীল দেশ গড়তে হবে শরিফ

সেবা ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ নেতা ও প্রয়াত ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে গালিবুর রহমান শরীফ ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

ঈশ্বরদী ও আটঘোরিয়ার সকল শ্রেণি ও পেশার মানুষকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে গালিব শরীফ বলেন, পৃথিবীর এক সংকটময় সময়ে এবার আমরা ঈদুল আজহা উদযাপন করছি।করোনা ভাইরাস আজ সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। প্রয়াত বাবার আদর্শ বুকে ধারণ করে করোনা পরিস্থিতি মোকাবেলায় ঈশ্বরদী ও আটঘোরিয়ার জনগণকে সহযোগিতা দান অব্যাহত রেখেছি। সকল সংকটে বাবা অসহায় মানুষের পাশে থেকে যেভাবে সহযোগিতা করেছেন, বাবার ধারাবাহিকতা রক্ষার জন্য আমরাও চেষ্টা করছি।

এই মহামারীতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানিয়ে গালিব আরো বলেন, আমরা যেন ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করি তিনি যেন আমাদের এই সংক্রমণ থেকে সকলকে দ্রæত মুক্ত করে দেন। পবিত্র ঈদুল আজহা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।

গালিব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈশ্বরদী ও আটঘোরিয়াসহ সকল মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top