
সেবা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় লঞ্চঘাটে চাঁদাবাজির নামে মিথ্যা সাজানো মানববন্ধনের তীব্র নিন্দা জানিয়েছে বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
শুক্রবার বিকেলে বহেড়াতৈল বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় এ নিন্দা জ্ঞাপন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মঞ্জুর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, সহ প্রচার সম্পাদক নজরুল ইসলাম নবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল সরকার, যুবলীগের সভাপতি আলহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মির্জা মামুন প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম নবুকে জড়িয়ে বহেড়াতৈল লঞ্চ ঘাটে চাঁদাবাজি বন্ধের নামে যে মিথ্যা মানববন্ধন করা হয় তার তীব্র এবং এর সঙ্গে জড়িতদের ধিক্কার জানান। বক্তারা দ্রুত বিষয়টি তদন্ত করে মিথ্যা মানববন্ধনকারীদের চিহ্নিত করারও দাবি জানান।
প্রসঙ্গত: গত ৪ আগস্ট বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় লঞ্চ ( ইঞ্জিন চালিত নৌকা) ঘাটে চাদাবাজির বন্ধের দাবিতে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী ও ভূক্তভোগী লঞ্চ মালিকরা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।