
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে ১৫ আগস্ট শনিবার ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু কামালের বার্ত্তী বাজারে চাল বিতরণ কার্যক্রম শুরু করেন।
চাল বিতরণকালে ট্যাগ অফিসার মোহাম্মদ মঞ্জুরুল হক , কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিপ্তরের বরাদ্দকৃত অর্থে এবং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।