
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে পাঁচজনকে জরিমানা করা হয়েছে । এরা হলো খাসশুড়িবেড় গ্রামের সুলতান মাহমুদ(১৮), সাগর (২৬) ও রনি (২২) এবং উত্তর তেকানি গ্রামের রতন (২০) ও শাকিল(১৭)। বৃহস্পতিবার দুপুরে কাজিপুরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মালী নাটুয়ারপাড়ায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় তাদের আটক করেন। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।