
স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কাজিপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই বিভাগে অংশ নেয়। সঙ্গীতে প্রতিযোগিতার বিষয় ছিলো মুক্তিযুদ্ধের গান, দেশাত্ববোধক গান ও গণসঙ্গীত। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতার আবৃত্তি ও ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ বিষয়েও শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতি বিভাগ থেকে তিনজন করে প্রতিযোগীর গান ও কবিতার ভিডিও ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ে এই ভিডিও দেখে স্থান নির্ধারণ করা হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিচারক প্যানেলে ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখার সভাপতি ও সঙ্গীত শিল্পী আবদুল জলিল, একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান ও উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার উত্তম মজুমদার। যন্ত্র সঙ্গীতে ছিলেন সঙ্গীত শিল্পী আল মামুন তালুকদার ও আব্দুল কাদের।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।