
শফিকুল ইসলাম: রৌমারীর সর্বস্তরের মানুষের প্রিয়মুখ,বাউল শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন বাউল শিল্পি ইন্তেকাল করিয়াছেন। (ইন্না...ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১১ টার দিকে বার্ধক্য জনিত কারনে তার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধ ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান। পরদিন মরহুমের নামাজে জানাজা সকাল ৯ টায় রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে রৌমারী কেন্দ্রিয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি রৌমারী গ্রামের মৃত্যু আব্দুল জলিলের দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
উলে¬খ্য যে, স্বাধীনতার পরবর্তীকালে রৌমারী উপজেলার সাংস্কৃতিক অঙ্গনে মুক্তাঞ্চল, প্রিয়জন, প্রয়াসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি বিশিষ্ট কয়জন মানুষের সাংস্কৃতিক জগতের দৃপ্ত পদচারণায় তার মধ্যে নাসির উদ্দিন (বাউল) ছিল অন্যতম।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।