উল্লাপাড়ায় এক গৃহবধুর লাশ উদ্ধার

S M Ashraful Azom
0
উল্লাপাড়ায় এক গৃহবধুর লাশ উদ্ধার

উল্লাপাড়া প্রতিনিধি:  বৃহস্পতিবার সকালে উল্লাপাড়ার সলঙ্গা থানা পুলিশ জামিলা খাতুন(৩৫)নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। জামিলা সলঙ্গাইসমত গ্রামের সাখোয়াত শিকদারের  ছেলে মোতালেব শিকদারের স্ত্রী এবং একই গ্রামের সমশের আলীর মেয়ে। পুলিশ জামিলার শোবার ঘর থেকে তার মৃত্যু দেশ উদ্ধার করেছে। সলঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য সানোয়ার হোসেন জানান, প্রায় ১৩ বছর আগে মোতালেবের সঙ্গে  জামিলার বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। কিছুদিন আগে ফেসবুকে প্রেম করে মোতালেব লালমনিরহাটের এক মেয়েকে বিয়ে করে। এই বিয়ের পর থেকে নিহত জামিলার সাথে তার স্বামী মোতালেবের ব্যাপক গোলযোগ চলে আসছিল। মোতালেব প্রায়ই তার বড় বউ জামিলাকে মারধরসহ নানা ধরণের নির্যাতন করতো। এই ঘটনার জের ধরে  স্বামী মোতালেব হোসেন তার লোকজন দিয়ে স্ত্রী জামিলাকে খুন করতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন। একই ধরনের কথা বলে জামিলার স্বামী মোতালেবের বিরুদ্ধে অভিযোগ করেছেন জামিলার বাবা  সমশের আলী এব তার মামা করম আলী ও আয়নাল হোসেন।

এ ব্যাপারে  সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড তাজুল হুদা  ঘটনাস্থল থেকে ফিরে গণমাধ্যম কর্মীদের জানান, বৃহস্পতিবার রাতে মোতালেব  ও তার স্ত্রী জামিলা খাতুন একই বিছানায় শুয়ে ছিলেন। ভোরবেলা মোতালেব বাড়ি থেকে বের হয়ে যান। 

বাড়ির লোকজন জামিলাকে তার বিছানায় মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। তদন্তের সময় স্বামী মোতালেবকে তার বাড়িতে পাওয়া যায়। জামিলা খাতুন খুন হয়েছে নাকি ? অন্যকোন কারণে মারা গেছেন তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। পুুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছেন।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top