পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

S M Ashraful Azom
0
পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

রেজাঊল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার পৃথক পৃথক সময়ে জান্নাত (৫), সিয়াম (৭) ও মুসাফির (৭) নামে ওই তিন শিশুর মৃত্যু হয়। নিহত  জান্নাত ও সিয়ামেয় বাড়ি বকশিগঞ্জের নিলক্ষিয়ায় গ্রামে। তারা দুজন একই বাড়ির সন্তান। শিশু জান্নাত রাশেদের মেয়ে ও সিয়াম আফজাল মিয়ার ছেলে। অন্যদিকে মুসাফির উপজেলার চান্দাপাড়া গ্রামের মনিরের ছেলে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা পুলিশের ওসি তদন্ত বন্দে আলী জানান, আজ মঙ্গলবার দুপুরে নিলক্ষিয়া গ্রামের জান্নাত ও সিয়াম অন্যান্য শিশুদের সাথে খেলতে যায়। এ সময় বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে জ্ঞান শুণ্য হয়ে পড়ে। পরে তাদেরকে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে দুপুরে কান্দাপাড়া গ্রামের মুসাফির বাড়ির পাশের ডুবায় পড়ে মারা যায়। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।  


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top