রৌমারীতে ভারতীয় ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক-২

S M Ashraful Azom
0
রৌমারীতে ভারতীয় ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক-২


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে বিজিবি ও এনএসআইয়ের যৌথ অভিযানে ভারতীয় ৩০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ফলুয়ারচর নৌকা ঘাট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চিলমারী উপজেলার কিসামতবানু নালারপাড় এলাকার মৃত নওশের আলীর ছেলে ফরিদুল ইসলাম (৫৫) ও একই উপজেলা থানা পাড়া সদর এলাকার চাঁন মিয়ার ছেলে ফারুক হোসেন (৪০)।
এনএসআইয়ের সহকারি পরিচালক (রৌমারী) মহসিনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে উপজেলার ফলুয়ারচর নৌকা ঘাটে এনএসআইয়ের ৫সদস্যের একটি দল অভিযান চালানো হয়। এসময় ভারতীয় ৩০ বোতল ফেন্সিডিলসহ ফরিদুল ইসলাম (৫৫) ও ফারুক হোসেন (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের রৌমারী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়েছে।
রৌমারী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার খলিলুর রহমান জানান, এনএসআই কর্তৃক আটক ওই  দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে রৌমারী থানায় জমা দেওয়া হয়েছে। 
এব্যাপারে রৌমারী থানার অফিসার আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম জানান, ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top