
উল্লাপাড়া প্রতিনিধি: বুধবার বিকেলে উল্লাপাড়ার বাখুয়া গ্রামে বিদ্যুৎ স্পর্শে রবিউল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মহল্লার আবুল কালাম আজাদের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় রবিউল পার্শ্ববর্তী বাখুয়া গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে নষ্ট হয়ে যাওয়া বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মারা যান। উল্লাপাড়া সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।