
তানভীর হোসাইন রাজু কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী বালাটারী লাল স্কুল এলাকায় উত্তর সুখাতী জামে মসজিদটি নতুন ভবন নির্মাণের জন্য গত জানুয়ারী মাসে পুরাতন মসজিদটি ভাঙ্গা হয়। এরই মধ্যে শুরু হয় করোনা মহামারী প্রাদুর্ভাব। কিন্তু দীর্ঘদিন মসজিদের ভবন নির্মাণ না হওয়ায় এলাকার মুছুল্লিদের নামাজে আদায়ে সমস্যার সৃষ্টি হয়। তাই নতুন মসজিদ নির্মাণের জন্য স্থানীয় মুছুল্লি মতিয়ার আলী মসজিদ কমিটির ক্যাশিয়ার হুজুর আলীকে চাপ দিলে হুজুর আলী বিভিন্ন কৌশলে অন্যত্র নতুন আর একটি মসজিদ তৈরি করার পায়তারা করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করছে। এ নিয়ে সমাজের মুছুল্লিগণ বিভক্ত হয়ে পরে। বর্তমানে এলাকার মুছুল্লিদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে সংঘর্ষের আশংকা রয়েছে। অপর দিকে ক্যাশিয়ার হুজুর আলী জমাকৃত টাকা ফেরত না দেওয়ায় গরীব গ্রাম বাসী ভাঙ্গা মসজিদটি পূণঃনির্মাণ করতে পারছে না। নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার জানায় বিষয়টি নিয়ে আমি একাধিকবার মিমাংসা করার চেষ্টা করলেও ছোলেমান, হুজুর আলী পক্ষ সমাধানে আসছেনা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।