
জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় সাংবাদিক সামছুল হুদা এবং খাদিমুল ইসলাম অলিদকে প্রাণ নাশের হুমকি প্রদানের ঘটনায় সাধারণ ডায়েরি (১৯৯, তারিখ-৬/৯/২০২০) করা হয়েছে। জিডিতে জমি জবরকারি সিরাজুল ইসলামকে আসামী করা হয়েছে।
সরকারি জমি জবর দখলের ঘটনাটি জানাজানি হবার ৬সেপ্টেম্বর সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এবং সহকারি কমিশনার ভূমি আসাদুজ্জামান জমি জবর দখল প্রতিহত করেন। ওই সময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। এ ক্ষোভে সিরাজুল ইসলাম সাংবাদিক খাদিমুল ইসলাম অলিদ এবং শামসুল হুদাকে প্রাণ নাশের হুমকী প্রদর্শন করে। একই সাথে বোমা মেরে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবকে উড়িয়ে দেবারও হুমকী প্রদর্শন করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।