
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুতস্পৃষ্টে এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে। নিহত আইসক্রিম বিক্রেতার নাম খলিল মিয়া (৩০)।সোমবার সকালে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।তিনি উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ডোবারপাড় গ্রামের বাসিন্দা।নিহতের পরিবার জানায়,ব্যাটারিচালিত ভ্যান গাড়িতে করে আইসক্রিম বিক্রি করতেন খলিল মিয়া।সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে খলিল মিয়া তার বাড়িতে ভ্যানগাড়ীর ব্যাটারী চার্জ দেয়ার সময় অসাবধানতাবশত: বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।