
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলের আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে ৪০ জন যুবক যুবতীর অংশগ্রহনে প্রি ভলেন্টিয়ার সেমিনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুডনেইবারস ঘাটাইল সিডিপির সিনিয়র অফিসার প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার,মেডিক্যাল অফিসার ডা.শুভ বসাক,আইজি অফিসার মাহমুদুল হাসান,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন সহ সংস্থার সকল কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। এসময় বক্তরা বলেন,যুবসমাজ আগামী দিনে দেশ উন্নয়নে জন্য যুব সমাজকে সঠিক ভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহন করতে হবে। এছাড়াও সরকার যুব উন্নয়নে বিভিন্ন কর্মসুুচি গ্রহন করেছে । যুবদের উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে আতœনির্ভশীল হিসেবে গড়ে তুলার জন্য সরকার কাজ করে আসছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।