
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর সুচিকিৎসার জন্য অক্সিজেন কনসেন্ট্রেট প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম খানের এর কাছে অক্সিজেন কনসেন্ট্রেট তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান।
এ সময় ঘাটাইল উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, ঘাটাইল সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান,বি.আর. ডি. বি’র চেয়ারম্যান মোঃ রুহুল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।