
সেবা ডেস্ক: বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেন নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ সরকারের রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তবে কনজ্যুমার অ্যাসোসিয়েশনের শঙ্কা, বেসরকারি থেকে সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনলে যাত্রী সেবার মান কমতে পারে। তাই সরকারি ব্যবস্থাপনায় আনার আগে সেবার মান ভালো রাখা নিশ্চিত করার তাগিদ সংশ্লিষ্টদের।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন হিসেবে পরিচিত ট্রেন। তবে সামগ্রিক সেবার মান নিয়ে প্রশ্ন ও অসন্তোষ বরাবরই। তকমা আছে লোকসানি হিসেবেও। ১৯৯৭ সালে প্রথম ঢাকা-নারায়ণগঞ্জ পথে ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় দেয়া হয়।
চলতি বছরের মার্চ মাসে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন মন্ত্রণালয়ের কিছু ভাবনা তুলে ধরেন। জানান, বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেন চালানো নিয়ে নতুন পরিকল্পনা।
কয়েক বছর আগেও বেসরকারি ব্যবস্থাপনায় চলতো শতাধিক ট্রেন, কিন্তু বর্তমানে এর সংখ্যা ৪৫টি। সরকারি ব্যবস্থাপনার চেয়ে বেসরকারি ব্যবস্থাপনায় চলা ট্রেনের সেবা নিয়ে যাত্রীদের সন্তুষ্টি অপেক্ষাকৃত বেশি। এ বিষয়টি বিবেচনায় রাখার তাগিদ কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের।
ট্রেন বেসরকারি ব্যবস্থাপনা থেকে সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার আগে যাত্রী সেবার সব দিক ভেবে দেখা উচিত বলে মনে করেন বেসরকারি উদ্যোক্তারা।
যাত্রীসহ সংশ্লিষ্ট সবাই মনে করেন, যে ব্যবস্থাপনাতেই ট্রেন চলুক সবার আগে নিশ্চিত করতে হবে যাত্রী সেবার মান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।