কালাই উপ-নির্বাচনে পৌর মেয়র পদে জয়ী আওয়ামী লীগ প্রার্থী

S M Ashraful Azom
0
কালাই উপ-নির্বাচনে পৌর মেয়র পদে জয়ী আওয়ামী লীগ প্রার্থী


মাহফুজ রহমান, জয়পুরহাটঃ জয়পুরহাটের কালাই পৌর মেয়র পদে উপ-নির্বাচনে বেসরকারি ফলাফলের ভিত্তিতে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা মার্কার প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল। তিনি ৭,৫৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জেলা বিএনপির সদস্য ও ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী মো. আনিছুর রহমান তালুকদার ৬০৬ ভোট পেয়েছেন। স্বতন্ত্র নারিকেল গাছ মার্কার প্রার্থী মামুনুর রশিদ রাহুল ৯৬ ভোট পেয়েছেন। 

এদিকে, বিএনপির ধানের শীষের প্রার্থী নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট চলাকালে শনিবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছেন।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৬১.১১% ভোটাররা ভোট প্রয়োগ করেছে। এ পৌরসভার ৯টি ওয়ার্ডে, ৪০টি বুথে পুরুষ ভোটার ৬,৪৪৯ জন, মহিলা ভোটার ৭,০৭২ জন, মোট ১৩,৫২১ জনের মধ্যে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও কালাই পৌর উপ-নির্বাচন রিটানিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ভোট চলাকালে বিএনপি প্রার্থী কোন সমস্যার কথা আমাদের লিখিতভাবে জানান নি। বিএনপির প্রার্থী অফিসে এসে দুপুর ২টার পর ভোট বর্জনের কথা জানিয়ে গেছেন। তবে প্রতিটি কেন্দ্রে ১জন করে ম্যাজিষ্ট্রেটসহ পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্যের সমন্বয়ে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে বলে দাবি করে তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ৫ই ফেব্রæয়ারি কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র খন্দকার হালিমুল আলম জন এর মৃত্যুতে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো। এদিকে, আগামী ২৮শে ফ্রেরুয়ারী ২০২১ সালে নির্বাচন হওয়ার কথা ছিল এর আগেই মেয়রের মৃত্যু হলে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top