
বৃহস্পতিবার দুপুরে ধুনট উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন কমিটির ৩০ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল হাদির ডিলারশীপ বাতিল করা হয়েছে। ডিলারশীপ বাতিলের পত্রটি বৃহস্পতিবার ডাকাযোগে আব্দুল হাদির নিকট পাঠানো হয়েছে। একই সাথে আব্দুল হাদির স্থলে নতুন ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বেড়েবাড়ির বাবু বাজার এলাকায় বিক্রয় কেন্দ্র থেকে ২৮সেপ্টেম্বর বিকেলে সুবিধাভোগীদের নিকট দশ টাকা কেজি দরের চাল বিক্রি করছিলেন আব্দুল হাদি। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সেখানে অভিযান চালিয়ে আব্দুল হাদির নিকট অভৈধভাবে রাখা ২৩০টি কার্ড এবং খাদ্যবান্ধব কর্মসূচির ১০০মন (৫১বস্তা) চাল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ২৯সেপ্টেম্বর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে আব্দুল হাদি ও তার সহযোগী নাবব আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এছাড়া চাল কেলেঙ্কারীর অভিযোগ ৪ অক্টোবর আব্দুল হাদি ও তার সহযোগী নবাব আলীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। ঘটনার পর থেকে আব্দুল হাদি ও নবাব আলী পলাতক রয়েছেন।
ধুনট উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন অনুয়ায়ী আব্দুল হাদি দোষী সাব্যস্ত হয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের ও তার ডিলারশীপ বাতিল করা হয়েছে
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।