
শফিকুল ইসলাম: সারাদেশের নেয় কুড়িগ্রামের রৌমারীতেও ধর্ষণ, নারী নির্যাতন ও খুনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা গেট সংলগ্ন ডিসি রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গণকমিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, প্রয়াস নাট্য সংঘ, বহ্নি শিক্ষা, গ্রীন ভায়েস ও রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০১৬-১৯ সালের শিক্ষার্থীর আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের ৫ শতাধীক জনগণ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গণ কমিটির সভাপতি বীরমুক্তিযুদ্ধা খন্দকার সামছুল আলম, সাধারন সম্পাদক এসএম মোমেন, রৌমারী মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুস সামাদ খান, রৌমারী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এম আর ফেরদৌস, আব্দুল হাই, সিরাজুল ইসলাম, মনসুর আলী, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী নিপা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য হাবিবুল বাশার, সানজিদা খাতুন ও প্রয়াস নাট্য সংঘের সদস্য ঋতু। এছাড়াও রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৬-১৯ সালে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।