
ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ বিতরণ ও উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের শালিয়াজানি গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপিতে নিয়মিত অধ্যয়ণরত ১৮ বছর বয়সী ১১০ জন শিক্ষার্থীদের মাঝে এ সম্মাননা সনদ ও উত্তরীয় প্রদান করা হয়। ১নং দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ ও উত্তরীয় পড়িয়ে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি সদস্য হাজী চান মিয়া, গুডনেইবারস উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন,প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার প্রমুখ। পরে এ উপলক্ষে সম্মানা শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।