
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম চেয়ারম্যান,সরকারী কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম জামাল আব্দুন নাসের বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ. এ. এম. আবু তাহের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, কুলকান্দী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুর রহমান বাবু, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল। এছাড়াও ডেইলি বাংলাদেশের আব্দুস সামাদ, ভোরের কাগজের মোরাদুজ্জামান মোরাদ, মোহনা টেলিভিশনের ওসমান হারুনী, কলামিস্ট এম. কে. দোলন বিশ্বাস, বাংলা টিভির লিয়াকত হোসাইন লায়ন ও আমাদের সময়ের প্রতিনিধি সাহিদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম প্রশাসৈনিক কার্যক্রম ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।