সেবা ডেস্ক: রুক্ষ চুল নিয়ে অনেকে মেয়েরাই বেশি চিন্তিত থাকেন। তবে এ নিয়ে বেশি দুশ্চিন্তার কিছু নেই। বরং চেষ্টা করুন দুটি হেয়ার প্যাক আর কিছু টিপস মেনে চলার। দেখবেন এক সপ্তাহে চুল রেশমের মতো নরম ও উজ্জ্বল হয়ে উঠেছে।
> শ্যাম্পু করার আগে সপ্তাহে ৩ থেকে ৪ বার নারকেল তেল দিয়ে ভালো করে চুল মালিশ করুন। গোসলের এক ঘণ্টা আগে চুলে তেল লাগিয়ে নিন তারপর শ্যাম্পু করে নিন।
> প্রতিদিন শ্যাম্পু না করে মাঝে মাঝে ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন। যখন খুশি এটি ব্যবহার করা যায়। চুল সিল্কিও থাকে আর কোন রকম ক্ষতিও নেই এতে।
এবার জেনে নিন কোন হেয়ার প্যাক ব্যবহার করবেন
> পাকা কলা একটা, মধু ২ চা চামচ, হাফ বাটি টকদই লাগবে এই প্যাক বানাতে। প্রথমে কলার পেস্ট বানান। এবার সঙ্গে মধু ও দই ভালো করে মিশিয়ে নিন।
তিনটি উপকরণ মেশানো হয়ে গেলে ১৫ মিনিট পর চুলে হেয়ার প্যাকটি লাগাতে শুরু করুন। এই হেয়ার প্যাকটি সপ্তাহে দু’দিন করে ব্যবহার করবেন। এক ঘণ্টা চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিতে পারেন।
> ডিম, মধু, লেবুর রস, নারকেল তেল একসঙ্গে মিশিয়ে এই হেয়ার প্যাকটি তৈরি করুন। সপ্তাহে তিনদিন করে ব্যবহার করবেন। এক ঘণ্টা চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিতে পারেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।