নাগেশ্বরীতে ভাড়াটিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

S M Ashraful Azom
0
নাগেশ্বরীতে ভাড়াটিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে শর্তানুযায়ী দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচলনার করার পর চুক্তির মেয়াদ শেষে দোকান ঘর মালিককে ফেরত দিলেও প্রায় অর্ধ বছরেও জামানতের টাকা ফেরত দেয়নি ঘর মালিক। উপরোন্ত ঘর মালিক সংঘবদ্ধ হয়ে ভাড়াটিয়াকে ডাং-মার করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নাগেশ্বরী জিকো সিনেমা হলের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। নাগেশ্বরী থানায় এজাহার দায়ের। ব্যবসায়ী মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায, বিগত ৩ বছর পূর্বে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জিকো সিনেমা হল সংলগ্ন এরশাদুল হক দিপু, পিতা- সৈয়দ আলী ব্যাপারীর নামীয় দোকান ঘর দলিল শর্তানুযায়ী ১লক্ষ ১২হাজার টাকা জামানাত দিয়ে ভাড়া নিয়ে ‘হোসাইন ট্রেডার্স’ নামক অটো শো-রুমের ব্যবসা পরিচালনা করে আসছিল নাগেশ্বরী মালভাঙ্গা গ্রামের আফর আলীর পুত্র হোসাইন করিম। চুক্তিপত্রের মেয়াদ শেষ হলে হোসাইন করিম দোকান ঘর তার মালিককে বুঝে দিয়ে অনত্র ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছে। শর্ত মোতাবেক দোকান ঘর হস্তান্তরের পর জামানতের টাকা ফেরত চাইলে কালক্ষেপনের এক পর্যায় গত ২৪.১০.২০ইং সন্ধ্যার দিকে ঐ দোকান মালিক সংঘবদ্ধ দল নিয়ে দোকানে হামলা চালিয়ে হোসাইন করিমকে ডাং-মার করে গুরুতর আহত করে। এ সময় দোকান ম্যানেজার আরিফ এগিয়ে এলে তাকেও ডাং-মার করে অটো রিক্সা বিক্রির দেড় লাখ টাকা এবং দোকানের বাইরে থাকা এক বান্ডিল টায়ার নিয়ে তারা হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় হোসাইন করিম এর পিতা মো: আফর আলী বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি এজাহার দায়ের করেছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top