
রৌমারী প্রতিনিধি: “নারী শক্তি মুক্তি পাক, ধর্ষক নিপাত যাক” কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ধর্ষণ, নারী নির্যাতন, খুন,ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা গেট সংলগ্ন ডিসি রাস্তা ও রৌমারী শাপলা চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ রৌমারী, সহানুভূতি যুব সংঘ রৌমারী ও ইসলামী যুব আন্দোলন আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তর জনগণ অংশ গ্রহন করেন।
এতে বক্তব্য রাখেন, মাওলানা মো. নুরুল আমিন, হারুন অর রশিদ, লুৎফর রহমান, হাফেজ মাওলানা মো.মাইদুল ইসলাম, প্রভাষক আব্দুল হাই, মাইদুল ইসলাম ও মোজাম্মেল হক প্রমূখ ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।