করোনায় দেশের কর্মহীন শ্রমিকেরা পাবেন ৯ হাজার টাকার সহায়তা

S M Ashraful Azom
0
করোনায় দেশের কর্মহীন শ্রমিকেরা পাবেন ৯ হাজার টাকার সহায়তা


সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের (কভিড-১৯) কারণে কর্মহীন কিংবা শারীরিক অসুস্থার কারণে কাজে যোগ দিতে না পারা শ্রমিকদের মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার।
 
তিন মাস এ ধরনের কর্মহীন শ্রমিকদের সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ সহযোগিতা দেওয়া হবে। এজন্য প্রয়োজনীয় অর্থের জোগান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান সরকার।

এ অর্থ কারা, কী প্রক্রিয়ায় পাবে, সে বিষয়ে গত বৃহস্পতিবার একটি নীতিমালা প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রাথমিকভাবে তৈরি পোশাক খাত এবং চামড়া ও চামড়াজাত পণ্য তৈরি খাতের শ্রমিকেরা এ সুবিধার আওতায় আসছেন।

তবে নির্দিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত কারখানার কর্মহীন শ্রমিকেরা এই সুবিধার আওতায় আসবেন; অর্থাৎ, বিজিএমইএ, বিকেএমইএ, চামড়া খাতের সংগঠন লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন (এলএফএমইএবি), বাংলাদেশ ফিনিশ্ড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সদস্যভুক্ত কারখানার কর্মহীন শ্রমিকেরা এ সুবিধা পাবেন।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top