
সেবা ডেস্ক: রাঙ্গুনিয়ায় শরণাংক ভিক্ষুক কর্তৃক দখলকৃত হিন্দুধর্মের রাধাকৃষ্ণ মন্দির ও শশ্মান উদ্ধারের দাবি জানিয়ে আজ ১১ অক্টোবর রবিবার ঢাকা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সনাতন হিন্দু সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সকল পেশার মানুষ, মুক্তিযুদ্ধ, হিন্দুধর্মের সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ চিত্রনায়িকা অরুনা বিশ্বাস উপস্থিত ছিলেন ।
উক্ত মানববন্ধনে ভন্ড ভূমিদস্যুর বৌদ্ধ সম্প্রদায়ের নাম বিক্রয় কারী ধর্ম ব্যবসায়ী কলঙ্কিত এই শরনাংক থের কে গ্রেফতার করে আইনের আওতায় এবং মন্দির ও শশ্মান দখল মুক্ত করার দাবি জানান সকলেই।
জানা যায় ভন্ড ভান্তের শরনাংক চট্টগ্রাম রাঙ্গুনিয়ার উপজেলা পদুয়ার ইউনিয়নের ফলাহারিয়ার গ্রামে সরকারের বনবিভাগের ১০০একর জমি দখল করে। সেই সাথে হিন্দুধর্মের রামকৃষ্ণ মন্দির ও শশ্মান সহ মুসলিম ও গরীব বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনেরও জমি দখল করে পার্বত্য চট্টগ্রামকে মায়ানমারের বৌদ্ধ আরাকান বাহিনীর মতো মাওবাদী অধ্যুষিত এলাকা গঠন করার জন্য অসংখ্য গোপন আস্তানা তৈরী করছেন।
বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে এলে এবং রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষ যখন বিরোধে বিক্ষোভ মিছিল শুরু করলে শরনাংক ভিক্ষু নিজেকে বাঁচাতে সরকারের উদ্ধত নেতৃবৃন্দের নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করে ভিডিও বার্তা প্রকাশ করে।
মানববন্ধনে রাঙ্গুনিয়ার এই ভন্ড কে অচিরেই গ্রেফতার করে আইনের মাধ্যমের শাস্তি দেওয়ার দাবি জানান সকলে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।