
কাজিপুর সিরাজগঞ্জ) প্রতিনিধি: বুধবার (১৪ অক্টোবর) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুই হাজার কৃষক পেলো শাক-সবজির বীজ। কয়েকদফা বন্যার পরে মানুষের পুষ্টির চাহিদা মেটাতে স্বপ্লমেয়াদী ও মধ্য মেয়াদী সবজির বীজ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
বেলা ১১ টায় কৃষি অফিস হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়রা ফাহমিদা, উপ সহকারি কৃষি অফিসার মাহমুদুল হাসান, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, শাহিন আলম প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।