
কাজিপুর প্রতিনিধি: বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কাজিপুরে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাসিমপুত্র ও আসন্ন উপ নির্বাচনে নৌকার প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, গান্ধাইল আইডিয়াল কলেজের অধ্যক্ষ আলী আশরাফ, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, চালিতাডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুল হক, প্রভাষক হুসনেয়ারা আরজু, জাহাঙ্গীর আলম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, সাবেক পৌর মেয়র ও প্রভাষক আব্দুস সালাম প্রমূখ বক্তব্য রাখেন। পরে মোনাজাত পরিচালন করেন সোনালী ব্যাংক লিঃ এর সাবেক এজিএম ও পীরে কামেল আবু জাহাঙ্গীর।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।