
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, জেলায় জেলায় রেললাইন যাবে। এ জন্য সরকার ও রেল মন্ত্রণালয় কাজ করছে। বন্ধ হয়ে যাওয়া রেললাইন পুনঃস্থাপন করা হচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়-রাজশাহী এবং রাজশাহী- পঞ্চগড় রুটে প্রথমবারের মত ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ নামে এক জোড়া নতুন ট্রেনের উদ্বোধন উপলক্ষে পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
রেলপথ মন্ত্রী বলেন, আশা করছি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে ভারত-বাংলাদেশের মধ্যে চিলাহাটি-হলদিবাড়ী ট্রেন চলাচল দু'দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় এটা বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, খুলনা পর্যন্ত রেললাইন আছে। কিন্তু মোংলা পোর্ট পর্যন্ত নেই। এটা আগামী ২০২২ সালের মধ্যে মোংলা বন্দর পর্যন্ত সম্প্রসারণ করা হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ঢাকা-যশোর ১৭২ কিলোমিটার ডুয়েলগেজ রেললাইন নির্মাণ করা হবে। ২০২৪ সালের মধ্যে এটির কাজ শেষ হবে।
রেলের ভাড়া বাড়ানো হয়নি উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, স্বল্প ভাড়ায় যাত্রী ও পণ্য পরিবহন সহজ করা হয়েছে। রেলের সেবা বাড়ানো হয়েছে। রেল ম্যাঙ্গো এবং ক্যাটল ট্রেন চালু করেছে। ভবিষ্যতে এমন আরো অনেক নামেই ট্রেন চালু করা হবে।
তিনি আরো বলেন, জনবলের অভাবে দেশে এখন পর্যন্ত ১০৭টি রেলস্টেশন বন্ধ রয়েছে। জনগণের জন্য রেলের বগি ও ইঞ্জিন কেনা হয়নি, সৈয়দপুর ও চট্টগ্রামের পাহাড়তলির রেলবগি ও ইঞ্জিন তৈরির কারখানার সক্ষমতা হারিয়ে গেছে। রেল ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল হক প্রধান, রেল সচিব সেলিম রেজা। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।