আম্ফানের পর এবার ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘গতি’

S M Ashraful Azom
0
আম্ফানের পর এবার ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘গতি’


সেবা ডেস্ক: এ বছরের বঙ্গোপসাগরে সৃষ্ট ভয়ংকর ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো কলকাতা। এটি বাংলাদেশের অনেক উপকূলীয় এলাকাও ছড়িয়ে পড়ে। সে রেশ যেতে না যেতে সাগরে আবারো জেগে উঠেছে নতুন ঘূর্ণিঝড়। যার নাম দেয়া হয়েছে ‘গতি’। 
এর আগে অতি সম্প্রতি আন্তর্জাতিক আবহাওয়া দফতরগুলো উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। অবশেষে তাই সত্য হয়েছে। 

ভারতের আবহাওয়া দফতর জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটির বর্তমান বাতাসের গতিবেগ ঘণ্টার ৬৫ কিলোমিটার। 

আরো জানা যায়, আগামী সোমবার সকালে আরো শক্তিশালী রূপ নিয়ে ভারতের অন্ধপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘গতি’। তবে গতিপথ পরিবর্তন করলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এ সময় ভারী বৃষ্টিপাতও হতে পারে।

আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, সরাসরি এই ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও  উড়িশ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রে রোববার ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে আন্দামান-নিকোবরে প্রবল বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে। 

এই দুদিন আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগরের একাংশ উত্তাল থাকবে। সে কারণে অন্ধ্রপ্রদেশ, উড়িশ্যা ও আন্দামান উপকূলের জেলেদের এই সময়ের মধ্যে সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

এ ঘূর্ণিঝড় গতির নামকরণ করেছে ভারত। তবে ঘূর্ণিঝড় ‘গতি’র ব্যাপারে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে এখন পর্যন্ত কোনো সতর্কতা বা বার্তা দেয়া হয়নি। 

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top