পলাশবাড়ী পৌর নির্বাচনে নৌকার মাঝি হলেন আবু বকর প্রধান

S M Ashraful Azom
0
পলাশবাড়ী পৌর নির্বাচনে নৌকার মাঝি হলেন আবু বকর প্রধান


আশরাফুল ইসলাম গাইবান্ধা :: গাইবান্ধার পলাশবাড়ীর প্রথম পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকার মাঝি হিসাবে চুড়ান্ত ভাবে মনোনীত হলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান।

বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি। সভার সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা নির্বাচন ২০২০ ইং রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে আবু বকর প্রধান নাম ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করেছেন।

এদিকে আবু বকর প্রধান পলাশবাড়ী পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হিসাবে নৌকা মার্কা পাওয়ায় সর্বস্তরের উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পলাশবাড়ী পৌর এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নির্বাচনী মিছিল শুরু করেন । নেত্রী সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত পৌর নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত করে নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ রয়েছে দলের প্রতিটি নেতাকর্মী।

উল্লেখ্য, আবু বকর প্রধান নুনিয়াগাড়ী গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ছাত্রলীগের রাজনীতিতে সংযুক্ত হওয়ার মধ্য দিয়ে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের পর পর নির্বাচিত সফল সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘ দিন সুনামের সহিত দায়িত্ব পালন করায় গত ২০১৬ সাল হতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। পরে এ বছর মহামান্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে তিনি পলাশবাড়ী পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্বপালন করছেন। আগামী ১০ ডিসেম্বর পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্বন্দীতা করছেন। পলাশবাড়ী পৌরসভার ২৪ টি গ্রামে মোট ভোটার ৩১ হাজার ৬ শত ২ জন । এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৫ হাজার ৩ শত ৩৪ জন ও নারী ভোটার রয়েছে ১৬ হাজার ২ শত ৬৮ জন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top