সেবা ডেস্ক: সম্মিলিতভাবে প্রাণঘাতি ভাইরাস করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
জাহিদ মালেক বলেন, বিশ্বের অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আমাদের দেশেও শীতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। সম্মিলিতভাবেই এটি মোকাবিলা করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। স্বাস্থ্যখাতের পাশাপাশি সরকারের অন্যান্য মন্ত্রণালয়ও করোনা নিয়ে কাজ শুরু করেছে।
করোনার ভ্যাকসিন আনার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন আনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা নেয়া হয়েছে। খুব দ্রুতই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
সেবামূলক কাজে বাংলাদেশ সরকার উদারতার সঙ্গে কাজ করে উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা দিতে সরকার প্রতিদিন একজন করোনা রোগীর পেছনে সাধারণ বেডে সাড়ে ১৫ হাজার টাকা ও আইসিইউ বেডে ৪৭ হাজার টাকা ব্যয় করছে।
এভাবে একজন করোনা রোগীর জন্য সরকার গড়ে দেড় লাখ থেকে পাঁচ লাখ টাকা ব্যয় করছে বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।