সেবা ডেস্ক: ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে দারিদ্র্যের হার ২০ দশমিক ৮ শতাংশ এবং চরম দারিদ্র্যের হার ছিলো ১২ দশমিক ৯ শতাংশ। আর ২০১৯-২০ অর্থবছরে হ্রাস পেয়ে যথাক্রমে ২০ দশমিক ৫ শতাংশ এবং ১০ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা সচিবালয় থেকে সভায় যোগ দেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, চলমান প্রাণঘাতি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও দেশে দারিদ্র্যের হার কমেছে। করোনার কারণে সামগ্রিক ক্ষতি পরিমাণ আগামী বছর বুঝা যাবে বলেও জানান তিনি।
কারণ হিসেবে তিনি জানান, ২০১৯-২০ অর্থবছরে মাত্র তিন মাস করোনা ছিল। সুতরাং কতটুকু প্রভাব (ইমপ্যাক্ট) হলো সেটা এই নতুন অর্থ বছরে বোঝা যাবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।