জামালপুর সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়ীতে ৭ ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। ৪ নভেম্বর দুপুরে শিমলা বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স রোডের ওষুধের দোকানগুলো
এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ। ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম ও জামালপুর জেলার সহকারী পরিচালক গৌরী রানী বসাক এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, অপরিচ্ছন্নতা ও ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে তাদেরকে অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
জরিমানার আওতাভূক্ত ফার্মেসিগুলো হলো- হাসপাতাল রোডের ভাই ভাই মেডিকেলকে তিন হাজার টাকা, মাহাদী মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা, বিসমিলাহ মেডিকেল হলকে দুই হাজার টাকা, মাওয়া মেডিসিন কর্ণারকে এক হাজার টাকা ও ইউসুফ মেডিকেল হলকে দুই হাজার টাকা এবং শিমলা বাজারের ভাই ভাই সার্জিক্যাল এন্ড মেডিসিনকে এক হাজার ৫০০ টাকা, অঞ্জলী ফার্মেসিকে তিন হাজার টাকা ও একজনের মাস্ক না থাকায় ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।