নূরুজ্জামান খান: শ্রীবরদী উপজেলা পরিষদের আয়োজনে এসডিজি’র অভিষ্ট লক্ষ্য হিসাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকল্পে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরী বিষয়ক দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ শ্রীবরদী এমএনবিপি সরকারী বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার এর সভাপতিত্বে গত ২ নভেম্বর তিনদিনব্যপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম।
উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫জন সহকারী শিক্ষক (বাংলা) কর্মশালায় অংশ গ্রহন করেন।
তিনদিন ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন, শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব রুহুল আলম তালুকদার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন।
এছাড়াও প্রথম দিন ইউএনও নিলুফা আক্তার ও দ্বিতীয় দিন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল আহসান জিশান সুনির্দিষ্ট বিষয়ের উপর বিশেষ ক্লাস পরিচালনা করেন।
প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে মানবিক ইউএনও নিলুফা আক্তার কে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, আজ বুধবার (৪ নভেম্বর) শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উপজেলায় দায়িত্ব পালনের এক বছর পূর্ণ হয়। তাই দিনটিকে স্মরণিয় করে রাখার জন্য কবিতা, গান ও বিভিন্ন সৃজনশীল কর্মের আয়োজন করেন প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ।
বিশেষ করে বিগত একটি বছর বিপর্যস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ইতোমধ্যেই মানবিক ইউএনও হিসাবে শ্রীবরদীবাসীর নজর কেড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাঁর বিশেষ আন্তরিকতা ও সার্বক্ষণিক পর্যবেক্ষনের ফলে করোনাকালীন “আমার ঘর, আমার স্কুল” কার্যক্রমের অনলাইন ক্লাস উপস্থাপনে সারাদেশের মধ্যে প্রথম সারিতে জায়গা করে নেয় শ্রীবরদী উপজেলা। এই অর্জনে অনন্য ভূমিকা রাখায় শিক্ষকদের পক্ষ থেকে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা পরিবারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
![]() |
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্দিপনা পুরস্কার প্রদান |
সমাপনী অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে অনলাইন ক্লাস পরিচালনায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্দিপনা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, শারমিন সুলতানা, ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়, শিখা রানী দে, শ্রীবরদী এপিপিআই, রাবিউল ইসলাম, ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়।
এছাড়াও সৃজনশীল প্রশ্নপত্র তৈরী বিষয়ক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসাবে শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব সাইফুল ইসলাম ও ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম উপস্থিত ছিলেন ।
খুব ভালো, সবাই ভালো থাকবেন।
উত্তরমুছুন