উল্লাপাড়া প্রতিনিধি: সড়ক ও জনপথ বিভাগ মঙ্গলবার সকাল থেকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার কাওয়াক থেকে শ্রীকোলা অংশের রাস্তার দু'পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের। কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট লিয়াকত সালমান এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় সড়ক ও জনপথ বিভাগ সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম এবং উল্লাপাড়া উপ বিভাগীয় প্রকৌশলী সাহারিয়ার রহমান উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, উক্ত সড়কটি ৪ লেনে উন্নীত করার লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। মহাসড়কের কাওয়াক থেকে শ্রীকোলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশে তিন শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। প্রথমদিন একশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে অবশিষ্ঠ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।