বকশীগঞ্জে আমন ধানের দামে খুশি কৃষক

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে আমন ধানের দামে খুশি কৃষক


শামীম তালুকদার: জামালপু‌রের বকশীগ‌ঞ্জ উপজেলায় চল‌তি রোপা আমন ধান কাটামাড়াই মৌসু‌মে ধা‌নের সঠিক মূল্য পাওয়ায় আনন্দিত এই এলাকার কৃষকেরা।

উপ‌জেলায় এখন পযন্ত মাড়াইকৃত ধা‌নের দাম বি‌ভিন্ন বাজ‌ারে ১১০০- ১১৮০ টাকার ম‌ধ্যে বিক্রি হ‌চ্ছে।এবার ক‌য়েক দফা বন‌্যা, অ‌তিবৃ‌ষ্টি, বীজতলা ক্ষ‌তিগ্রস্থ কার‌ণে গত বছরের তুলনায় বিঘাপ্রতি ফলন একটু কম হলেও আশানুরূপ দাম পেয়ে খুশি কৃষক। বর্তমানে এমন চিত্র বিরাজ করছে বকশীগ‌ঞ্জে কৃষকদের মাঝে।

এ বছর অতিবৃষ্টির কারণে আমন ধান বীজ সংগ্রহে অর্থ ব্যয় হয়েছে বে‌শি।এ বছর প্রতি বিঘা জমিতে উর্বরতা ভে‌দে ১৫ মন (উফ‌সী),হাই‌ব্রিড ২০ মন ক‌রে ফলন হ‌চ্ছে।সরকা‌রের নিকট কৃষক‌দের চাওয়া ছিল যেন দাম বে‌ধে দেওয়া হয় এ মুহূর্ত ধা‌নের দা‌মে কৃষক অনেক খু‌শি এ দা‌ম গত ক‌য়েকবছর এর ম‌ধ্যে বেশি।

উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিস সূত্র জানায়, এ বছর উপজেলায় আমন আবাদ হয়েছে ১৩ হাজার ৩১০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ‌্যমাত্রা ৪০ হাজার ৭০৩‌ মে‌ট্রিকটন। আবাদ লক্ষ‌্যমাত্রার মত এবারও উৎপাদন লক্ষ‌্যমাত্রাও অ‌তিক্রম কর‌ছে। এ পযন্ত উপ‌জেলায় প্রায় ৪০ শতাংশ জ‌মির ধান কাটামাড়াই সম্পন্ন হ‌য়ে‌ছে। চল‌তি মাসেই মাড়াই সম্পন্নের আশা করছেন কৃষকরা।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top