স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকে নির্বাচন করছেন। দাদা মনসুর আলী ও বাবা মোহাম্মদ নাসিমের পুত্র তানভির শাকিল জয়।আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে দলীয় নেতাকর্মিরা নিরন্তর ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। তারই ধারাবাহিকতায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক ছুটে চলেছেন এপার থেকে ওপারের মহিলা ভোটারদের নিকট। করছেন মা সমাবেশ, উঠান বৈঠক। মহিলাদের বোঝাচ্ছেন কিভাবে ইভিএমএ ভোট দিতে হবে।
গতকাল শনিবার (৭ নভেম্বর) তিনি চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা ও ভানুডাঙ্গা এবং সোনামুখী ইউনিয়নের সোনামুখীতে গণ সংযোগ করেন।ভোটার মা বোনদের কাছে গিয়ে তিনি মাটিতে ভোটারদের এক সারিতে বসে পড়েন। মা, খালা, খালু, ভাই, আপা, দাদা, নানী ডেকে তাদের পরম আত্মীয়ের বন্ধনে মুহূর্তেই বেধে ফেলেন। তারপর তানভির শাকিল জয় এর লিফলেট তাদের হাতে ধরিয়ে দিয়ে নৌকা মার্কায় ভোট চান।
বিকেলে চরভানুডাঙ্গা মহিলা সমাবেশে কাজিপুর মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক সুলতানা হক বলেন, ‘অনগ্রসর একটি জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন করেছেন মোহাম্মদ নাসিম ও তারভির শাকিল জয়। আজ নির্বাচনের সময় আপনাদের সে কথা মাথায় রেখে মত পার্থক্য ভুলে সর্বোচ্চ ভোটে নৌকাকে বিজয়ী করতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা আমাদের জয় সাহেবকে বড় কোন পুরস্কার দিতে পারেন। আর এটা কাজিপুরের জন্যেই মঙ্গল।’


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।