মেলান্দহে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ

S M Ashraful Azom
0
মেলান্দহে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ
মেলান্দহ (জামালপুর) \ ১২ নভেম্বর জামালপুরের মেলান্দহে প্রান্তিক চাষিদের মাঝে বিনামুল্যে বোর ধানের বীজ বিতরণ করছেন- আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত ধান-গম-পাট বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ প্রকল্পের পরিচালক এবং বিসিএস কৃষি এসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন।


জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে প্রান্তিক চাষিদের মাঝে বিনামুল্যে বোর ধানের বীজ বিতরণ করা হয়। ১২নভেম্বর বেলা ১১টায় নাংলা ইউনিয়নের চারাইলদার গ্রামে আনুষ্ঠানিকভাবে বীজ বিতরণ উদ্ধোধন করেন-আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত ধান-গম-পাট বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ প্রকল্পের পরিচালক এবং বিসিএস কৃষি এসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন।

  ময়মনসিংহ কৃষি অধিদপ্তরের মনিটরিং অফিসার রিজওয়ানুল বারী রনি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ, দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরি মাস্টারসহ গণমাধ্যমর্কীরা এ সময় উপস্থিত ছিলেন। 

এরপর দুরমুঠ গ্রামে মাঠ দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, প্রতিজন কৃষককে ১কেজি হারে মোট ১হাজার কৃষকের মাঝে ১মে.টন উন্নতজাতের হীরা-১২ ধান বীজ বিতরণ করা হয়। 




শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top