![]() |
ফ্রান্স কর্তৃক মহানবী (সা:) এর ব্যঙ্গাপ্ত ছবি প্রদর্র্র্শনের প্রতিবাদে জামালপুুরের মেলান্দহ মাহমুদপুুরে ইত্তেফকুল ওলামার উদ্যোগে ৬নভেম্বর আসর নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। |
জামালপুুর সংবাদদাতা: ফ্রান্স কর্তৃক মহানবী (সা:) এর ব্যঙ্গাপ্ত ছবি প্রদর্র্র্শনের প্রতিবাদে জামালপুুরের মেলান্দহ মাহমুদপুুরে ইত্তেফকুল ওলামার উদ্যোগে ৬নভেম্বর আসর নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বিক্ষোভ শেষে গোল চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন- মাহমুুদপুর ইত্তেফাকুল ওলামা’র সভাপতি হাফেজ মাওলানা মো. মতিউর রহমান সাহেব, সাধারন সম্পাদক হাফেজ মাওলানা শিব্বির আহম্মেদ, মাওলানা শহিদুল্লাহ্ প্রমুুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।