ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর বিকাল ৫টায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি'র আওতাধীন ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী শাহনগর এলাকায় অজ্ঞাত কারণে একযোগে পল্লী বিদ্যুতের পঁচিশটি মিটার পুড়ে গেছে।
এ সময় প্রায় বিশটি বাড়ীর সকল মিটার একযোগে পুড়ে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসী জানান- বিদ্যুৎ অফিসে ফোন করলে রিসিভ করেনি কোন কর্মকর্তা। পরে পার্শ্ববর্তী এলাকা মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সহযোগীতায় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হয়।
পুড়ে যাওয়া মিটার গুলোর লাইন বিচ্ছিন্ন রেখে বাকি সকল লাইন সচল করা হয়। প্রত্যক্ষদর্শী পল্লী চিকিৎসক শাহ আলম জানান- আগুন লাগার আগ মুহুর্তে তারের উপর একটা ঈগল পাখি বসলো, আর মুহূর্তের মধ্যেই ধোয়া নির্গত হয়ে, বাড়ী বাড়ী ফটকার মত বিকট শব্দ হয়ে মিটারগুলো একযোগে পুড়ে গেল, ঈগলে পায়ে বড় আকাড়ের একটি ইঁদুর ছিল।
গ্রামবাসীর পক্ষ হতে ফরিদুল ইসলাম আকন্দ ও মিন্টু মিয়া জানান- আমরা খুবই আতঙ্কের মধ্যে ছিলাম, এযেন কিসের গজব শুরু হলো। এলাবাসীর দাবী- আমার দরিদ্র এলাকা ক্ষতিগ্রস্থ মিটার গুলো ও ট্রান্সফরমার বিনা খরচায় পরিবর্তন করে দেওয়ার জন্য পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন। এব্যাপারে রাজিবপুর অভিযোগ কেন্দ্রে বারবার ফোন করলেও রিসিভ করা হয়নি।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।