রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আহত তাজেল হোসেন (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত তাজেল হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের খুদু সেখের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী বেগম খাতুন বাদি হয়ে রোববার দুপুরের দিকে থানায় ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে পিরহাটি গ্রামের এনতাজ আলীর ছেলে নুরু সেখ (৫৫) ও সোলায়মান আলীকে (৫২) আটক করেছে পুলিশ। আটক দুই ভাই এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।
মামলা সূত্রে জানা গেছে, নিহত তাজেল হোসেনের স্ত্রী বেগম খাতুন প্রতিবেশী বিশা সেখের ছেলে সাকিব হোসেনকে হিজরা বলে অপবাদ দেয়। এ কথা নিয়ে বিশা সেখের পরিবারের সাথে তাজেলের পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে ৯ ডিসেম্বর কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের মারধরে তাজেল হোসেন আহত হয়ে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ অবস্থায় শনিবার সন্ধ্যার দিকে তাজেল হোসেন নিজ বাড়িতে মারা যায়। তখন এ বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে সমঝোতার বৈঠক বসে। এ সময় তাজেলের পুত্রবধূ (তালাকপ্রাপ্ত) কাজুলী খাতুন জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে হত্যার অভিযোগ করেন। পরে শনিবার রাতে তাজেল হোসেনের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রোববার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে তাজেলের মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত প্রতিবেদনে জানা যাবে তাজেলের মৃত্যুর প্রকৃত কারণ। আটককৃত দুই আসামীকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।