১৯৭১ এর ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে তৎকালিন ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমা আওয়ামীলীগের নের্তৃত্বে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠিত হয়। পাক সেনাদের বিরোদ্ধে দেশ মাতৃকার টানে একের পর এক মুক্তিযুদ্ধে যোগ দিতে থাকে জামালপুরের টকবগে তরুণ যুবকরা।
মুক্তিযুদ্ধের তথ্য সুত্রে জানাযায়, তৎকালিন ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার অধীন দেওয়ানগঞ্জ থানার ধানুয়া কামালপুর এবং বকসিগঞ্জ ইউনিয়ন ছিল। বর্তমানে বকসিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর একটি ইউনয়িন।
মুক্তিযুদ্ধের তথ্যসূত্রে জানাগেছে,ভারতের মেঘালয় রাজ্যের অন্তর্গত কোচ বিহার জেলার মহেন্দ্রগঞ্জের সীমান্ত মাত্র ১ কিঃমিঃ দূরে অবস্থিত ছিল,বকসিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর। তাই মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরের সদর দপ্তর ছিল ভারতের মহেন্দ্রগঞ্জ।
১১নং সেক্টরের অধিনে নিয়মিত বাহিনী ছিল ৩ হাজার এবং গন বাহিনী ছিল ১৯ হাজার। মোট ২২ হাজার মুক্তিযোদ্ধা নিয়ে গঠিত হয়ে ছিল ১১ নং সেক্টরটি। কিন্তু ধানুয়া কামালপুর ইষ্ট বেঙ্গল রেজিঃমেন্ট পাক সেনাদের দূর্ভেদ্য সুরক্ষিত একটি শক্তিশালী ঘাটি ছিল। তাই মেজর জিয়া দায়িত্ব পালন কালে প্রথম দিকে মুক্তিযুদ্ধের বীর সেনানীরা তেমন কোন সাফল্য দেখাতে পারেন নি।
উইংকমান্ডার হামিদুলাহ খানের নির্দ্দেশে বীর মুক্তিযোদ্ধা বশীর আহমদ (বীর প্রতীক) এবং বীর মুক্তিযোদ্ধা সঞ্জু দু’জন জীবনের মায়া ত্যাগ করে ঝুকিঁ নিয়ে বীরদর্পে ধানুয়া কামালপুর পাকসেনা শত্রু ক্যাম্পে আত্মসমাপণ পত্র নিয়ে হাজির হন। চিঠি পেয়ে পাকসেনা কমান্ডার গ্যারিসন অফিসার আহসান মালিক অগ্নিমূর্তি হয়ে তাদের দু’জনকে বেধড়ক পিটুনী ও অমানুষিক নির্যাতন করে দু’জনের শরীরে টাইম বোম লাগিয়ে গাছের সাথে বেঁধে রাখে। এ সংবাদ পেয়ে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর সদস্যরা জয়বাংলার শ্লোগান দিয়ে তুমুল লড়াই শুরু করে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত লড়াই অব্যাহত চলতে থাকে। সেদিন ক্যাপ্টেন সালাউদ্দিন বীরত্বপুর্ণ লড়াই করে তার দল নিয়ে পাকসেনা ক্যাম্পের মাত্র ৫ শত গজ অদূরে অবস্থান নিয়ে যুদ্ধ চালিয়ে আসছিলেন।
এমন সময় তার দলের ওয়্যারলেজ (বেতার যন্ত্রটি) হঠাৎ অকেজু হয়ে গেলে ক্যাপ্টেন সালাউদ্দিনের দলের সাথে মিত্র বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে মিত্রবাহিনীর সদস্যরা ভুলবসত পেছন থেকে তাদের উপর সেল নিক্ষেপ করে। সেলের আঘাতে মুহুর্তের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন সালাউদ্দিনসহ মুক্তিবাহিনীর মোট ৪শ ৯৭ জন সে রাতে শহীদ হন। সারা রাতভর মুক্তি বাহিনীর তোপের মুখে টিকতে না পেরে অবশেষে অবস্থা বেগতিক দেখে পাকিস্থানি গ্যারিসন অফিসার আহসান মালিকসহ মোট ১শ ৬২ জন বেলুচ, পাঠান ও পাঞ্জাবী সৈন্যে ভোর রাতে আত্মসর্মপন করে। ফলে ৪ ডিসেম্বর সকালে ধানুয়া কামালপুর শত্রু মুক্ত হয় । এ সময় বীর মুক্তিযোদ্ধা বশির ও সঞ্জু উভয়ে লাল সবুজের বিজয়ী পতাকা সর্ব প্রথম ধানুয়া কামালপুরের মাটিতে উত্তোলন করেন। ধানুয়া কামালপুর বিজয়ের পর মুক্তিযুদ্ধাদের মনোবল ও আত্ম বিশ্বস বৃদ্ধিপায়। ফলে ৫ ডিসেম্বর তৎকালিন দেওয়ানগঞ্জ থানার বকসিগঞ্জ ইউনিয়ন (বর্তমানে বকসিগঞ্জ উপজেলা) মুক্তিযোদ্ধারা দ্বিতীয় দফা হানা দেয়। মুক্তিযোদ্ধাদের বীরত্ব পূর্ণ লড়াইয়ে পাকিস্থান শত্রু বাহিনী পরাজিত হলে দ্বিতীয় দফা ঐতিহাসিক বিজয় অর্জন করে বকসিগঞ্জ শত্রুমুক্ত হয়।
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ মুক্তিযুদ্ধের নাসির কোম্পানীর বীর মুক্তিযোদ্ধারা ৫ডিসেম্বর বিকালে দেওয়ানগঞ্জ উপজেলায় প্রতিরোধ গড়ে তোলে। দিনরাত সম্মুখ যুদ্ধে প্রাণপণ লড়াই করে সারা রাত লড়াই শেষে অবশেষে ৬ ডিসেম্বর ভোর রাতে পাকিস্থানী শত্রু বাহিনীকে পরাজিত করে তৃতীয় দফা দেওয়ানগঞ্জ সদর শত্রু মুক্ত করেন। পরে মুক্তিযুদ্ধের নাসির কোম্পানীর কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন দেওয়ানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ী পতাকা উত্তোলন করেন। সে সময় এলাকার মুক্তিগামী জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়ে।
৭ ডিসেম্বর ইসলামপুর মুক্তিযুদ্ধের জালাল কোম্পানী এবং বদি কোম্পানীর নের্তৃত্বে বীর মুক্তিযোদ্ধারা ৬ ডিসেম্বর বিকালে ইসলামপুরে প্রতিরোধ গড়ে তোলে। ওইদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত সম্মুখ যুদ্ধে প্রাণপণে লড়াই করতে থাকেন। মুক্তিযোদ্ধাদের বীরত্ব পুর্ণ লড়াইয়ে অবশেষে ৭ডিসেম্বর ভোর রাতে পাক-হানাদারদের চতুর্থ দফা পতন ঘটিয়ে চুড়ান্ত ভাবে শত্রু মুক্ত করেন ইসলামপুর। সে সময় হাজারও জনতা জয়বাংলা শ্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন। ওইদিন সকালে ইসলামপুর থানা চত্ত¡রে জালাল কোম্পানীর কোম্পানী কমান্ডার শাহ মো.জালাল উদ্দিন প্রথম বিজয়ী পতাকা উত্তোলন করেন।
৮ ডিসেম্বর মেলান্দহে ৭ ডিসেম্বর সন্ধ্যা রাতে মিত্রবাহিনীর নির্দ্দেশে মুক্তিযুদ্ধের আলম কোম্পানী,বদি কোমম্পানীর বীর মুক্তিযোদ্ধারা মেলান্দহে প্রতিরোধ গড়ে তোলেন। রাত ভর সম্মুখ যুদ্ধে পাক-হানাদার বাহিনী বিরোদ্ধে প্রাণপণ লড়াই করতে থাকেন বীর মুক্তিযোদ্ধারা। অবশেষে ৮ ডিসেম্বর ভোর রাতে পাক-হানাদার বাহিনী পরাস্ত হলে মেলান্দহ পঞ্চম দফায় শত্রু মুক্ত হয়। সে সময় হাজারও ছাত্র-জনতা মুহু-মুহু জয়বাংলা শ্লোগানে প্রকম্পিত করে তোলে পুরো এলাকা। ওই দিন দুপুরে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আলম কোম্পানীর টু আই সি,পরবর্তি সেঙ্গাপাড়া যুদ্ধকালিন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সর্ব প্রথম বিজয়ী পতাকা উত্তোলন করেন।
১২ডিসেম্বর জামালপুর সদর উপজেলার শত্রু মুক্ত করে বিকালে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সদস্যরা সরিষাবাড়ির অভিমুখে যাত্রা শুরু করেন। সন্ধ্যা রাত থেকে লড়াই শুরু করে অবশেষে ১২ডিসেম্বর সকালে পাকহানাদার বাহিনীকে পরাজিত করে সরিষাবাড়িকে শত্রুমুক্ত হলে তৎকালিন জামালপুর মহকুমা বর্তমানে জামালপুর জেলা চুড়ান্ত ভাবে স্বাধীনতা লাভ করে। ফলে স্বাধীন বাংলার বিজয়ী পতাকা পৎ পৎ করে উড়তে থাকে। উল্লেখ্য যে জামালপুর ৭টি উপজেলার মধ্যে শুধু মাত্র মাদারগঞ্জ উপজেলায় পাক হানাদারদের ঘাঁটি ছিল না বিধায় এ উপজেলায় শত্রুমুক্তের প্রয়োজন হয়নি। সর্বশেষ ঢাকা পাক-হানাদার মুক্ত হলে ১৬ডিসেম্বর মহান বিজয় অর্জিত হয়।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।