ফেব্রুয়ারির আগেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ

S M Ashraful Azom
0
ফেব্রুয়ারির আগেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ


সেবা ডেস্ক: ২০২১ এর ফেব্রুয়ারি বা তারও আগে বাংলাদেশ প্রাণঘাতি করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে - গবেষণায় দেখা গেছে কেউ যদি সুরক্ষিত একটি মাস্ক পরেন, তিনি শতকরা ৯৫ শতাংশের চেয়ে বেশি নিরাপদ থাকবেন। কাজেই শিশু থেকে শুরু করে প্রত্যেককে মাস্ক পরতে হবে। মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে চলাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে।

সচিব জানান, কোভিড-১৯ মোকাবিলায় সারাদেশে প্রচার প্রচারণার মাধ্যমে  ‘নো মাস্ক নো সার্ভিস’ বলা হচ্ছে। হাসপাতালগুলোতে সেকেন্ড ওয়েভ মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।

এর আগে, গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, অক্সফোর্ড থেকে তিন কোটি টিকা কিনবে বাংলাদেশ। প্রথম দফায় এসব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী জনগণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। টিকা কেনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top