সেবা ডেস্ক: বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে বাংলাদেশে কোনো অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন হুঁশিয়ারি দেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনার মূলহোতাদের চিহ্নিত করা হয়েছে।
হেফাজতে ইসলামের নাম উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে তারা এর আগেও মিথ্যাচার করেছে। তারা যদি নিজেদের এখন শক্তিশালী ভাবে, তাহলে ভুল করবে।
কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।