সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতির অভূতপূর্ব অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, আর তাই বাংলাদেশে আরো বিনিয়োগ করতে আগ্রহী জাপান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব টকে এ কথা জানান তিনি।
ইতো নাওকি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এশিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই জাপানি বিনিয়োগকারীদের এখানে বিনিয়োগে বেশ আগ্রহ রয়েছে।
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে রোহিঙ্গা সংকট সমাধান এবং রাখাইনে স্থিতিশীল পরিবেশ তৈরিতে জাপান কাজ করছে।
এছাড়া ২০২১ সালে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে বলে প্রত্যাশা করেন তিনি। আগামী বছরের শেষে মেট্রোরেল চালু হবে বলেও আশা করেন নাওকি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।