শফিকুল ইসলাম: আসন্ন ১০ডিসেম্বর রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারনায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় বন্দবেড় ইউনিয়ন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী বন্দবেড় ইউনিয়ন আ‘লীগ সভাপতি, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার (যুদ্ধাহত) আলহাজ্জ¦ বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার এর পক্ষে মুক্তিযোদ্ধার সন্তানরা বুধবার ( ২ ডিসেম্বর) দিনব্যাপি উপজেলার জন্তিরকান্দা,বন্দবেড়, বাঘমারা, কুটিরচরসহ কয়েকটি গ্রামে নৌকা মার্কায় ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যান। এসময় ভোটররা নৌকা মার্কার সমর্থন জানিয়ে আসছে আগামী ১০ ডিসেম্বরে এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোটাররা ভোট দিবেন বলে প্রতিশ্রæতি দেন। অত্র নির্বাচনী এলাকায় নৌকা মার্কার ব্যাপক সাড়া পাচ্ছে ভোটারদের মধ্যে। ভোটাররা মনে করেন আসন্ন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আব্দুল কাদের বিজয়ী হবেন বলে আশাবাদী।
নির্বাচনীয় প্রচারনায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধার সন্তান হারুন অর রশিদ, মিজানুর রহমান, মাইদুল ইসলাম, মাসুদ পারভেজ রুবেল, রবিউল আলম রবি, জুয়েল আহমেদ, শামিম ও আশিকুর রহমানসহ আরো অনেকেই।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।