ক্লিন বাংলাদেশ গ্রিণ বাংলাদেশ

S M Ashraful Azom
0
 
ক্লিন বাংলাদেশ গ্রিণ বাংলাদেশ
ছবি: মেলান্দহ: ১৮ডিসেম্বর সকাল ১০টায় মেলান্দহ রেলস্টেশন জামালপুরের মেলান্দহে ক্লিন বাংলাদেশ গিণ বাংলাদেশ আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ময়লা-আবর্জনা ও পলিথিনমুক্ত নির্মল পরিবেশ রক্ষায় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছেন।

জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ময়লা-আবর্জনা ও পলিথিনমুক্ত নির্মল পরিবেশ রক্ষায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে। ১৮ডিসেম্বর সকাল ১০টায় মেলান্দহ রেলস্টেশন চত্বর পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। ক্লিন বাংলাদেশ গ্রিণ বাংলাদেশ এর আয়োজন করে।

 বিশ^বিদ্যালয়ের ফিশারীজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তার, সহকারি অধ্যাপক ড. মাহমুদুল হাসান এই অভিযানের নেতৃত্ব দেন এবং বৃক্ষরোপন করেন।

মেলান্দহ রেলস্টেশন মাস্টার মফিজুর রহমান সোহেল, বিশ^বিদ্যালয় ক্যাম্পাস এম্বাসেডর মঞ্জুরুল ইসলাম মিলন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল, বঙ্গবন্ধু স্কুলের সহকারি শিক্ষক মিলন কুমার বসু, জালালপুর থিয়েটারের সভাপতি এস.এম. আব্দুল্লাহ মিলিটারি, বিশ^বিদ্যালয়ের ছাত্র আল-ফাহাদ, জাহিদ হাসান অনিক, ফরিক আহসানুল ইরফান প্রমুখ ব্যক্তিবর্গ এই পরিচ্ছন্ন কর্মে অংশগ্রহণ করেন। #




শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top